কুঞ্জলতা

কুঞ্জলতা নামেই সবথেকে বেশি পরিচিত হলেও কেউ কেউ তরুলতা, কামলতা, তারালতা, গেইট ফুল, গেইট লতা ইত্যাদি নামেও ডাকে। এই ফুলগুলি সকালে ফোটে বলে এটি সূর্যকান্তি বলেও পরিচিত। এটি একটি লতা জাতীয় উদ্ভিদের ফুল। ইংরেজিতে cypress vine, cypressvine morning glory, cardinal creeper, cardinal climber, hummingbird vine হিসেবে পরিচিত।

বৈজ্ঞানিক নাম : Ipomoea quamoclit বা Quamoclit pinnata যা Convolvulaceae পরিবারের সদস্য।