নয়নতারা, গুলফেরিংগী, কটকতারা, সদাবাহার, সদাসোহাগী।

এর উৎপত্তিস্থল ও আদিনিবাস মাদাগাস্কার হলেও আবাসস্থল ধ্বংসের কারনে এখন সেখানেই এটি বিপিন্নপ্রায় একটি উদ্ভিদ। অষ্টাদশ শতাব্দীতে মাদাগাস্কার থেকে বীজ নিয়ে এসে প্যারিসে এর চাষ শুরু হয় এবং এর পরবর্তীতে সেখান থেকে ইউরোপিয়ান বোটানিক্যাল গার্ডেনে ও গ্রীষ্মপ্রধান ও উপ-গ্রীষ্মপ্রধান দেশগুলোতে শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে এর ব্যপ্তি ছড়িয়ে পরে। আফ্রিকা মহাদেশ ও ভারতীয় উপমহাদেশের দেশগুলোতে এটি বহুল পরিচিত একটি উদ্ভিদ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এটির নাম দিয়েছেন নয়নতারা।

নয়নতারা

Leave a comment